নোয়াখালী প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুন, খুন, গায়েবি গ্রেফতার, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে গ্রেফতার বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে তারা। এরআগে বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হতে থাকেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এবং সহ-দফতর সম্পাদক ওমর ফারুক টপি’র সঞ্চালনায় মানববন্ধন বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহানের সহধর্মিনী বেগম রহিমা শাহজাহান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলামসহ বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা, অবৈধ নির্বাচনি তপশিল, সারাদেশে আন্দোলন চলাকালে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জানান। একই সঙ্গে গণ গ্রেফতারকৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান।